‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিদর্শনে বিডিইউ উপাচার্য
সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সারাদেশের ২৭টি কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৭৯৭৬ জন শিক্ষার্থী অংশ নেন। যাতে উপস্থিতির হার ছিলো ৯৩.৭ শতাংশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তাসহ গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড.মুনা্জ আহমেদ নূর বলেন, ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার ফলে এবার ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের ভোগান্তি চোখে পড়েনি। ভোগান্তিহীন সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করায় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।