গুচ্ছ ভর্তি পরীক্ষা: শাবিপ্রবিতে উপস্থিতি ৯২.৬৫ শতাংশ

শাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা
শাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা  © টিডিসি ছবি

২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া ১ ঘণ্টা সময়ের এ পরীক্ষায় মোট ৪৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৬ জন অনুপস্থিত ছিল।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পরীক্ষা চলাকালীন বলেন, খুব সুষ্ঠভাবে পরীক্ষা হচ্ছে।সকলের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যেন শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমিয়ে একটা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করা যায়। অবশেষে সকলের চেষ্টায় সেটা সম্ভব হয়েছে। আর সব থেকে আনন্দের বিষয় হলো প্রায় শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য শিক্ষার্থীদের যে আগ্রহ সেটা প্রতিফলিত হয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টায় রাজধানী ঢাকাসহ দেশের ২৬টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে।

 


সর্বশেষ সংবাদ