গুচ্ছ ভর্তি পরীক্ষা: চুয়েট ক্যাম্পাসে পরীক্ষার্থীদের ভিড়

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চুয়েটে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের একাংশ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চুয়েটে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের একাংশ  © টিডিসি ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে পরীক্ষা। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ২৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চুয়েটে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আগমন শুরু হয়ে গেছে। অভিভাবকদের সাথে চুয়েট ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।

এই পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে ছয় হাজার পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষার বিষয়ে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৩২ হাজার পরীক্ষার্থীর মধ্যে চুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে ছয় হাজার পরীক্ষার্থী। আমরা এরমধ্যে পরীক্ষার বিষয়ে সব ধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করেছি।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, যে কারোর করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকলেও প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব রেখে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য শুভ কামনা জানান তিনি।


সর্বশেষ সংবাদ