১৪ অক্টোবর ২০২১, ১৮:২৩

গুচ্ছের পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৭ অক্টোবর এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ১ম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ৫০৫ জন ভর্তিচ্ছু অংশ নিবেন।

জানা যায়, ১৭ অক্টোবরের পরীক্ষা দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে অনুষ্ঠিত হবে। এ ইউনিটের চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯০৫ জন। বি ইউনিটের পরীক্ষায়ও কুবি কেন্দ্রে মোট ২ ইয়াজার ৫০৫ জন অংশগ্রহণ করবেন। এছাড়া সি ইউনিটে ২ হাজার ১৬ জন অংশ নিবেন।

এ বিষয়ে ভর্তি পরীক্ষার এ ইউনিটের আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, প্রতি বছর তো কাজ বেশি থাকে। এবার মোটামুটি আমরা সব কাজ শেষ করেছি। পরীক্ষার আগেরদিন আমরা আসন বিন্যাস করে দিবো। স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যাবস্থা থাকবে। আশা করি সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক  ড. মো: আবু তাহের বলেন, প্রথম দফায় 'ক' ইউনিটে ২৫০৫ জন শিক্ষার্থীর অংশ গ্রহণের মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শুর হবে। পর্যায়ক্রমে বাকি ইউনিট গুলোর পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী এবং অভিভাবকরা যেন নির্বিঘ্নে আসতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট ২ লক্ষ ৩২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ গ্রহণ করবেন ৭০২৬ জন শিক্ষার্থী।