আজ থেকে ডাউনলোড করা যাবে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ আবার দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার রাত ১২টার পর থেকেই প্রক্রিয়াটি শুরু হবে। সংশ্লিষ্ট বিভাগের ভর্তি পরীক্ষার দুই ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
তবে প্রবেশপত্রের ছবি বা অন্য কোনো তথ্য পরিবর্তনের কোনো আবেদন আর গ্রহণ করা হবে না। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত পরীক্ষাকেন্দ্র-নির্ধারণী স্কোর এবং পছন্দের তালিকা বিবেচনা করে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই।
আজ গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ এসব তথ্য জানিয়ে বলেন, গত শনি ও গতকাল রবিবার আমরা ছবি সংশোধনের জন্য ৭৩টি আবেদন পেয়েছিলাম। এর মধ্যে গতকাল বিকেলে ৪৫টি এবং রাতের মধ্যে বাকি আবেদনগুলো সংশোধন করে দেওয়া হয়। সংশোধিত ডেটাগুলো ওয়েবসাইটে আপলোড করে দিয়ে দ্রুত আবার শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ওয়েবসাইটে ১৪ তারিখ থেকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার ঘোষণা দেওয়া হলেও আজ রাত ১২টার পর থেকেই শিক্ষার্থীরা আবার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দুই ঘণ্টা আগ পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষাির মাধ্যমে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগ ও ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।