চবিতে ঢাবির ‘চ’ ইউনিটে পরীক্ষা দিয়েছেন ৫৯ শতাংশ শিক্ষার্থী

আজ অনুষ্ঠিত হয়েছে ঢাবির চ ইউনিট ভর্তি পরীক্ষা
আজ অনুষ্ঠিত হয়েছে ঢাবির চ ইউনিট ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপস্থিত ছিলেন মাত্র ৫৯ শতাংশ শিক্ষার্থী। আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।

সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, পরীক্ষায় ৯৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৫৫৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৪১ শতাংশ।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি বা অনিয়মের কোনও ঘটনা ঘটেনি। জালিয়াতি রোধে আমরা সতর্ক অবস্থানে আছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। এবারের ‘চ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬ জন। আর মোট আসন সংখ্যা ১৩৫টি।


সর্বশেষ সংবাদ