০৮ অক্টোবর ২০২১, ১০:৫০

ঈদে মিলাদুন্নবীর দিনে বুয়েট ভর্তি পরীক্ষা, যা বললেন ভিসি

ভর্তি পরীক্ষার্থী ও বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার  © ফাইল ফটো

আগামী ২০ অক্টোবর ইদে মিলাদুন্নবী উদযাপিত হবে। একই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে ওইদিন বুয়েট ভর্তি পরীক্ষা হবে নাকি পরীক্ষা স্থগিত করা হবে- তা নিয়ে শিক্ষার্থীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে শুক্রবার (৮ অক্টোবর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে কথা হয় বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের। তিনি জানান, ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী উদযাপন হওয়ার কথা ছিল। তবে গতকাল ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী। আমাদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে এর অনেক আগে।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আরও বলেন, এই মুহূর্তে পরীক্ষা পেছানোর সম্ভাবনা একেবারেই কম। কেননা ২০ তারিখ পরীক্ষা নিতে না পারলে এই বছর ভর্তি পরীক্ষার সিডিউল পাওয়া যাবে না। এছাড়া করোনা সংক্রমণ আবার বেড়ে গেলে বিষয়টি নিয়ে আরও জটিলতা সৃষ্টি হবে। তবে যেহেতু এটি একটি ধর্মীয় অনুষ্ঠান সেজন্য বিষয়টি একাডেমকি কাউন্সিলে তোলা হবে। সেখানে এই বিষয়ে আলোচেনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সেটি চূড়ান্ত করা হয়।