গুচ্ছের ছবি সংশোধনের সময় শেষ হচ্ছে ৯ অক্টোবর
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। প্রবেশপত্রে ছবি সংশোধনে ইচ্ছুক শিক্ষার্থীদের ৯ অক্টোবর রাত ১২টার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র সংগ্রহ করা গেলেও ছবি সংশোধনের সুযোগ পাবেন না শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেটি কেবলমাত্র যারা প্রবেশপত্রে ছবি সংশোধন করতে চায় তাদের জন্য। ছবি সংশোধন করতে চাইলে অবশ্যই শিক্ষার্থীদের ৯ অক্টোবর রাত ১২টার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছবি সংশোধনের শেষ সময় ১১ অক্টোবর হলেও, ছবি সংশোধন করতে হলে অবশ্যই ৯ অক্টোবর রাত ১২টার পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
অধ্যাপক মুনাজ আহমেদ নূর আরও বলেন, ৯ অক্টোবর রাত ১২টার পর প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। তবে রাত ১২টার পর যারা প্রবেশপত্র সংগ্রহ করবেন তারা আর ছবি সংশোধনের সুযোগ পাবেন না।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাস-ফেল থাকছে না:
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে ‘ফেল’ কিংবা ‘পাশ’ দেওয়া হবে না। শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদের জন্য তিনটি আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ফেল কিংবা পাশের কোনো বিষয় থাকবে না। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। এছাড়া জাতীয় পত্রিকাতেও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই আলোকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে:
গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়মে খুব একটা পরিবর্তন আনা হবে না। প্রচলিত নিয়ম অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে অন্যান্য সময় ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য যেভাবে নম্বর কর্তন করা হয় এবারও সেটিই বহাল থাকবে।
এ প্রসঙ্গে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রচলিত নিয়মেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ কাটা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে যা নেওয়া যাবে:
গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর বা কোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার হলে কেবলমাত্র প্রবেশপত্র, কালো কালির বলপেন নিয়ে প্রবেশ করা যাবে। এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরির কাজ চলছে।
এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের ইলেক্ট্রকিন ডিভাইস নিয়ে আসা যাবে না। ভর্তিচ্ছুরা স্বচ্ছ ফাইল নিয়ে আসতে পারেবন। এছাড়া কালো বলপেন এবং পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসা যাবে। এ সংক্রান্ত গাইডলাইন তৈরির কাজ চলছে।