চিকিৎসাকেন্দ্রে ভর্তি পরীক্ষা দিলেন করোনা আক্রান্ত এক শিক্ষার্থী
করোনা আক্রান্ত হওয়ায় বিশেষ ব্যবস্থায় ভর্তিচ্ছু এক পরীক্ষার্থীর পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে তার পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্টারের প্রধান কর্মকতা ডা. সারওয়ার জাহান।
তিনি জানান, ওই পরীক্ষার্থী কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ৪ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে।
প্রসঙ্গত, আজ শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় এলাকায় এবার পরীক্ষাকে কেন্দ্র করে ভিড় ছিল অন্যবারের চেয়ে কম। ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে মোট ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী এবার ক ইউনিটে আবেদন করেছিলেন।