০১ অক্টোবর ২০২১, ১৬:১৭

খুবিতে পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছুরা, উধাও স্বাস্থ্যবিধি

জিরোপয়েন্ট থেকে গল্লামারী পর্যন্ত যান চলাচল বন্ধ থাকার কথার থাকলেও পুরোটা সময়ে যানবহন চলতে দেখা গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হলে ভর্তিচ্ছুদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছুরা। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আরও ৩টি পৃথক স্থানে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষঅ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ অক্টোবর) দুপুর ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। সুষ্ঠভাবে পরীক্ষা শেষ হলেও পরীক্ষা চলাকালীন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জিরোপয়েন্ট থেকে গল্লামারী পর্যন্ত যান চলাচল বন্ধ থাকার কথার থাকলেও পুরোটা সময়ে যানবহন চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয় ভর্তিচ্ছুদের। এসময় কোনভাবেই স্বাস্থ্যবিধি মান সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় গল্লামারী থেকে জিরোপয়েন্ট পর্যন্ত বাস, পিক-আপ ভ্যান, অটোরিকশা, মোটরবাইকসহ আরও বিভিন্ন যানবাহন চলাচল করেছে। ফলে কিছু সময় ধরে রাস্তায় জানজট লেগে থাকায় চলাচলের জায়গাও সরু হয়ে যায়। এতে সামাজিক দূরত্বও মানা সম্ভব হয়নি।

যশোর থেকে আসা এক ভর্তি পরীক্ষার্থী মাহামুদুল হাসান বলেন, পরীক্ষার আগে শুনেছি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। কিন্তু এসে দেখলাম তার বিপরীত। একদিকে সকালে যশোর থেকে জার্নি করে এসে আবার তীব্র রোদে গল্লামারী থেকে মেইন গেটে পৌঁছাতে অনেক সময় লেগেছে। গরমে এখন এত ক্লান্ত লাগতেছে কি পরীক্ষা দিবো জানি না।

ভর্তিচ্ছুদের সঙ্গে আসা অভিভাবকরাও এটি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। এক অভিভাবক বলেন, একটু সময় রাস্তা বন্ধ রেখে ভিন্ন রাস্তা ব্যবহার করলে কি এমন ক্ষতি হতো? আমি তো এই ভীড় ঠেলে আসতে গিয়ে এক প্রকার অসুস্থ হয়ে গেলাম।

এ বিষয়ে আরও এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, আমি চুয়াডাঙ্গা থেকে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলাম। গল্লামারী থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধাণ ফটক পর্যন্তইআসতে বেশি সময় লেগে গেছে।

এর আগে, ভর্তি পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখতে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হরিণটানা থানার কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, যানযটে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেই সময়ে গল্লামারী ব্রিজের কাছে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। তবে কিছুক্ষণ পরে যানযট কমেছে। সবগুলো বাইপাস বন্ধ থাকায় সোনাডাঙ্গা থেকে জয় বাংলা মোড়ে কিছু গাড়ি ঢুকে পড়েছিলো।

পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র ও এর অধীন শহরে আরও ৩টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতিতে এটা ভালো সিদ্ধান্ত।

তিনি বলেন, এই হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ঢাকায় যেতে যে ভোগান্তি ও আর্থিক ব্যয় হয় তা থেকে এবার তারা পরিত্রাণ পাচ্ছেন। অভিভাবক ও শিক্ষার্থীরা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এই বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিকেন্দ্রীকরণ নিয়ে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসেন আরা, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

এছাড়া আগামীকাল ০২ অক্টোবর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট, ০৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।