ঢাবি ভর্তি পরীক্ষা: বায়োলজি প্রশ্নের সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ঢাবি ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্নের সমাধান তুলে ধরা হলো-
আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা: বাংলা প্রশ্নের সমাধান
১/ নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়- সাইকাস
২/ দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত হলো- ৯ঃ৭
৩/ জলাভূমির উদ্ভিদ কোনটি- Barringtonia acutangula
৪/ নিচের কোন এন্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়- IgA
৫/পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরের ধাপ হলো- ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ
৬/মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়- অস্থিমজ্জায়
৭/মানবদেহে কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা- ৫টি
৮/চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম- Faciola hepatica
৯/ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট- Mollusca
১০/কোন ব্যাক্টেরিয়ায় একটি মাত্র ফ্লাজেলা থাকে- Vibrio cholerae
১১/উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ- ত্বক
১২/কোনটিতে একটিনি এবং হেটোরেসিস্ট পাওয়া যায়- Nostoc
১৩/কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না- UGA
১৪/প্রোফেজ-১ এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়- প্যাকাইটিন
১৫/মানবদেহে রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত- 7.4