১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:০১

গুচ্ছে চতুর্থ ধাপে আবেদন ফি জমা দেওয়ার এসএমএস পাবেন শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চতুর্থ ধাপে কেবলমাত্র আবেদন ফি জমা দেওয়ার এসএমএস পাবেন শিক্ষার্থী। তৃতীয় ধাপে আবেদন ফি জমা দেওয়ার সময় আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেষ হয়েছে। তবে চতুর্থ ধাপে কতজন আবেদন ফি জমা দেওয়ার এসএমএস পাবেন সে বিষয়টি জানাতে অপারগতা প্রকাশ করেছে টেকনিক্যাল কমিটি।

জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপে আমরা ১১ হাজার ১৯৬জনকে এসএমএস পাঠিয়েছিলাম। তবে তাদের মধ্যে সবাই আবেদন ফি জমা দেয়নি। সেজন্য চতুর্থ ধাপে আবেদন ফি জমা দেওয়ার এসএমএস পাঠানো হবে।

তিনি আরও বলেন, কতজনকে এসএমএস পাঠানো হবে এবার সেটি খোলাসা করা হবে না। তবে খুব বেশি আসন ফাঁকা নেই এতটুকু বলতে পারি। যারা সিরিয়ালে এগিয়ে আছেন তাদের ইতোমধ্যে এসএমএস পাঠানো শুরু হয়েছে বলেও জানান তিনি।

তথ্যমতে, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।

আবেদনকৃতদের মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।