গুচ্ছের তৃতীয় ধাপ

যেভাবে আবেদনের সুযোগ পাবেন বাদ পড়া ৩৪ হাজার শিক্ষার্থী

দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন
দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন  © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনে বাদ পড়া বিজ্ঞান শাখার ৩৪ হাজার শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের সুযোগ দেয়া হবে। পরবর্তী কয়েকটি প্রক্রিয়ায় এসব বাদ পড়া আগ্রহী প্রার্থীরা মেধার ভিত্তিতে ক্রমান্বয়ে আবেদনের সুযোগ পাবেন। যারা আবেদনের সুযোগ পাবেন শুধুমাত্র তাদের থেকেই পেমেন্ট নেয়া হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এবার বাদ পড়া ৩৪ হাজার শিক্ষার্থীদের সবাইকে আবেদনের সুযোগ দেব।

সব শিক্ষার্থী আবেদনের সুযোগ পেলেও কিছু প্রক্রিয়ার মধ্যদিয়ে এটি শেষ করা হবে। অধ্যাপক মুনাজ বলেন, আমরা এখন বাদ পড়া শিক্ষার্থীদের থেকে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগ্রহী তাদের আবেদন নেব। এদের থেকে এখন আপাতত পেমেন্ট নিচ্ছি না।

তিনি বলেন, প্রথম প্রক্রিয়ায় ৩৪ হাজারের মধ্যে যে সব শিক্ষার্থী আবেদন করবে তাদের থেকে আমরা আমাদের যে কয়টা আসন খালি আছে শুধুমাত্র সে কয়েকজনকেই পেমেন্টের জন্য এসএমএস পাঠাবো।

এ প্রক্রিয়া শেষেও যদি ৩৪ হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে আগ্রহী কোন প্রার্থী বাদ পড়ে থাকেন তাদেরও আবার সুযোগ দেয়া হবে। তিনি বলেন, এ পর্যায়ে আমরা আর ঘোষণা দিয়ে প্রার্থীদের আবেদন নেব না। এখন যারা বাকি থাকবে তাদের থেকে আগ্রহী প্রার্থীদের মধ্য হতে মেধার ভিত্তিতে ক্রমান্বয়ে খালি আসন ফিলআপ করে নেব।

এদিকে, গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে দ্বিতীয় ধাপের আবেদনের সময় শেষ হয়েছে। পরে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত এ ধাপে আবেদনকারী শিক্ষার্থীরা ফি জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপে বিজ্ঞান বিভাগে মোট ১ লাখ ২০ হাজার ৭০৯ জন শিক্ষার্থী আবেদন করছেন। এ বিভাগে আবেদন সংখ্যা খালি রয়েছে ১১ হাজার ১৯৬টি।

অধ্যাপক মুনাজ বলেন, এখন আমরা বাদ পড়া ৩৪ হাজার প্রার্থীর কাছ থেকে আবেদন নিচ্ছি। যারা এ পর্যায়ে আবেদন করবেন; তাদের থেকে খালি থাকা ১১ হাজার ১৯৬ প্রার্থীকে পেমেন্ট করার জন্য এসএমএস পাঠাবো।

তিনি আরও বলেন, এই পর্যায়ে এসেও যারা পেমেন্ট করবে না তাদের বাদ দিয়ে বাকি বাদ পড়া আগ্রহী প্রার্থীদের থেকে খালি আসন অনুযায়ী আবারও সুযোগ দেব। এভাবে মেধার ভিত্তিতে ক্রমান্বয়ে আমরা আমাদের খালি আসনগুলো পূরণ করবো।


সর্বশেষ সংবাদ