১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৬

শেষ হলো গুচ্ছের দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন

গুচ্ছ ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তির চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপও শেষ হয়েছে। অনলাইনের মাধ্যমে গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন চলে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত।

বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পেয়েছেন।

গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শুক্রবার রাত ১২টার পূর্বেই সম্পন্ন করতে হবে। এই সময়ের পরে আর কোন আবেদন গ্রহণ করা হবে না। তাছাড়া অনলাইন আবেদনের নির্ধারিত ফি শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। নতুবা আবেদন বাতিল বলে গণ্য করা হবে বলে এতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞান বিভাগে মোট ১ এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে প্রায় ১৩ হাজার। আবেদন সংখ্যা কম হওয়া সেক্ষেত্রে তৃতীয় ধাপে বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। এ বিষয়ে শনিবার সকাল ১০টার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছিলেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর গুচ্ছ ভর্তির চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়। এতে মোট চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি। এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টায় শেষ হয়  চূড়ান্ত আবেদন।

পরে প্রাথমিক আবেদন থেকে বাদ পড়া বিজ্ঞানের ২৮ হাজার ৯৪৫ শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।