০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৭

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর

লোগো  © ফাইল ছবি

আগামী ২৭ নভেম্বর দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিধ্যালয় পরিষদের সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ জানিয়ে কৃষি গুচ্ছের সমন্বয়ক।

বৈঠকে উপস্থিতি একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ জুলাই সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা। কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষার সময় ১ ঘন্টা। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল নম্বরের জন্য .২৫ করে নম্বর কাটা হবে।

দ্বিতীয়বারের মতো কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। এসব বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।