গুচ্ছের ভর্তি পরীক্ষায় সবার অংশগ্রহণ চেয়ে ৭ দিনের আল্টিমেটাম (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৬ PM
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের প্রাথমিক আবেদনকারী সব শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবিতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এ ঘোষণা আসে। এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) উদ্দেশ্যে করে শিক্ষার্থীরা বলেন, আগামী ৭ দিনের মধ্য আমাদের দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে ভর্তিচ্ছু শিক্ষার্থী হাসানাত জামি, হাবিবা, আশরাফুল, নয়ন, সাইফ, জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, করোনাকালে ২০২০ সালের এইএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ফলে অটোপাশ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করে। প্রাথমিক আবেদন শেষে বাণিজ্য ও মানবিকের সবাই চূড়ান্ত আবেদন করতে পারলেও বিজ্ঞানে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করতে পারবে না। এতে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় এক ভয়ংকর ক্ষতি হতে যাচ্ছে। শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষা না করতে পারায় তাদের ভবিষ্যৎ জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছে। যদি এ বিশাল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়া রোধ না করা যায় তাহলে গোটা জাতি চরম শিক্ষা সংকটে পড়বে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আজ যখন আমরা এই হয়রানির শিকার তখন শিক্ষামন্ত্রীকেও পাশে পাচ্ছি না। আমরা ইতোমধ্যে জেলায় জেলায় কর্মসূচি করার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসে আন্দোলন করছি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়ায় মেধা মূল্যায়ন সঠিক নয়। তাই অচিরেই ইউজিসিকে সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে। সিলেকশান বাতিল করে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে। নতুবা আগামীদিনে আমরা দেশব্যাপী জোরদার আন্দোলন গড়ে তুলবো।
“ইতোমধ্যে আমরা দেশব্যাপী আমাদের ন্যায্য দাবির পক্ষে জনমত গঠন করেছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা ইউজিসিকে ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে প্রাথমিক সিলেকশন বাতিল করে আবেদনকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।”