এসএমএস না পাওয়া শিক্ষার্থীদের আইডি-পাসওয়ার্ড পুনরায় পাঠানো হবে
আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। তবে, বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথম ধাপের চূড়ান্ত আবেদন করতে পারবেন।
এদিকে, গতকাল সোমবার (৩০ আগস্ট) রাত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হচ্ছে। এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে চূড়ান্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী এই খুদেবার্তা পাচ্ছেনা না বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, চূড়ান্ত অবেদনের দু’দিন আগ থেকে আইডি ও পাসওয়ার্ড পাঠানো কথা বললেও তা এখনও আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মোবাইল অপারেটর রবির মাধ্যমে গতকাল থেকে এসব খুদেবার্তা শিক্ষার্থীদের মুঠোফোনে পাঠানো হচ্ছে। এতে অনেকেই সঙ্গে সঙ্গে খুদেবার্তার মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন। আবার অনেকেই ঘন্টা দশেক পরও পেতে পারেন।
তিনি আরও বলেন, অনেকেই এই আইডি ও পাসওয়ার্ড পাচ্ছেন না বলে আমাদের কাছেও অভিযোগ করেছে। তবে ঠিক কতজন পায়নি সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না। আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রবির সঙ্গে বসে এটা দেখতে হবে, ঠিক কতজন সেটা পায়নি। আইডি ও পাসওয়ার্ড না পাওয়া শিক্ষার্থী যদি বেশি হয়ে থাকে তখন পুনরায় খুদেবার্তার মাধ্যমে পাঠানো হবে।