গুচ্ছ ভর্তি পরীক্ষায় বসতে পারবেন বাদ পড়া অর্ধেক ভর্তিচ্ছু!
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথম ধাপের চূড়ান্ত আবেদন করতে পারবেন। এরপর বাদ পড়া ৬২ হাজার ৯৩৬ জনের মধ্যে থেকে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ফের আবেদনের সুযোগ পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিজ্ঞান বিভাগের প্রথম ধাপের চূড়ান্তভাবে মনোনীতদের অনেকেই আবেদন করবেন না। কেননা অনেকেই ইতোমধ্যে সরকারি-বেসরকারি মেডিকেল কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তাই প্রথম ধাপের আবেদন শেষ হওয়ার পর সপ্তাহ খানেকের মধ্যে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করে ফের আবেদনের সুযোগ পাবে বাদ পড়া ভর্তিচ্ছুরা। শুধু তাই তৃতীয় ধাপের ফল প্রকাশ করেও আবেদনের সুযোগ দেওয়া হবে। এতে প্রধম ধাপে বাদ পড়া অর্ধেক পরীক্ষার্থী আবেদনের সুযোগ পাবে বলে মনে করছেন অয়োজকরা।
এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যম্পাসকে বলেন, বিজ্ঞান বিভাগে চূড়ান্ত আবেদন কতজন করে সেটা দেখে আমরা আবার দ্বিতীয় ও তৃতীয় দফায় আবারও আবেদনের সুযোগ দেবো। অন্যদিকে, মানবিক ও বাণিজ্য বিভাগের প্রাথমিক আবেদন করা সবাই চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতি ইউনিটে দেড় লাখ করে তিন ইউনিটে মোট সাড়ে ৪ লাখ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসানো কথা ছিল। কিন্তু প্রাথমিক আবদেন অনেক কম হয়েছে। আমরা মনে করেছিলাম ১০ লাখ আবেদন করবে। কিন্তু সেখানে সাড়ে ৩ লাখের বেশি আবেদন পড়েছে। আবার মানবিক ও বাণিজ্য বিভাগে দেড় লাখেরও কম করে। অন্যদিকে, বিজ্ঞানে দেড় লাখের বেশি হওয়াতে চূড়ান্ত আবেদনের প্রথমে প্রায় ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় আবারও আবেদনের সুযোগ দেবো।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ বলেন, প্রথম বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী ভর্তি চূড়ান্ত আবেদন করতে পারবেন। এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, ৩ বিভাগ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) থেকে দেড় লাখ করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসানোর সিদ্ধান্ত ছিল। কিন্তু মানবিক ও বাণিজ্যে দেড় লাখের কম হওয়াতে ওই দুই বিভাগে নির্ধারিত আসনের কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে এ পরীক্ষা আয়োজন করবে। তবে বিজ্ঞান বিভাগে দেড় লাখের বেশি সংখ্যক শিক্ষার্থী নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।
জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।
গত ২৫ আগস্ট ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। এখন চূড়ান্ত আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।