২৬ আগস্ট ২০২১, ০৯:৫৩

ভর্তি পরীক্ষার সঙ্গে মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ফটো

২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি ৬০০ টাকা থেকে বেড়ে দ্বিগুণ অর্থাৎ ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। এটিকে মাত্রাতিরিক্ত ফি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা। তাদের প্রশ্নের মুখে আবেদন ফি নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৫ আগস্ট) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। এর আগে, গত শনিবার (২১ আগষ্ট) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি দ্বিগুণ করার বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে একটি সংবাদ প্রকাশের পরেই বিষয়টি প্রথম ভর্তিচ্ছুদের নজরে আসে। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদেরকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই। আমরা এসএসসি-এইচএসসির যে ফি আমরা নির্ধারণ করেছি আপনারা জানেন যে সেটি অনেক কমিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, গতবছরও যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন সে টাকাও ফেরত দেয়া হয়েছিল। যেটি ব্যবহৃত হয়নি অতিরিক্ত এ টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়েছে। এবার এসএসসি-এইচএসসির ফি আরও কমিয়ে দেয়া হয়েছে।

পড়ুন: গুচ্ছ ভর্তি আবেদন ফি দ্বিগুণ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভর্তিচ্ছুদের

গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে একজন শিক্ষার্থীকে অনেকগুলো জায়গা গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হতো। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ফিও দিতে হতো। কিন্তু এবারে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার কারণে শিক্ষার্থীদের অনেক কম সংখ্যক পরীক্ষা দিতে হবে।

তিনি বলেন, কেউ যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় সেগুলোতে প্রত্যেকটা গুচ্ছের জন্য একাধিক নয়, শুধুমাত্র একটি পরীক্ষাই দিতে হবে। কজেই সেক্ষেত্রে একদিকে আর্থিক সাশ্রয় হবে অন্যদিকে হয়রানিটাও অনেক কমে যাবে।

এ বিষয়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নূর বলেন, আমরা প্রথমে ৬০০ টাকা করে ফি নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু শনিবারের মিটিংয়ে ১ হাজার ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আবেদনের ফি দিগুণ বাড়ানো হয়েছে কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক আবেদনে এপ্লিকেন্ট সংখ্যা অনেক কম। আমরাও বুঝতেছিনা যে প্রাথমিক আবেদনের সংখ্যা এতো কম কেন। অন্যন্যা বিশ্ববিদ্যালয়েও আবেদনকারীর সংখ্যা এবার তুলনামূলকভাবে কম। সেটার অন্য কোন কারণ থাকতে পারে।