২২ আগস্ট ২০২১, ১৭:৫৫

অনলাইনে ভর্তি পরীক্ষা নিলো জাবির আইআরএস

অনলাইনে ভর্তি পরীক্ষা নিল জাবির ইনস্টিটিউট  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ আগস্ট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়

পরীক্ষা শেষে ইনস্টিটিউটটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভর্তি পরীক্ষায় ২০টি আসনের বিপরীতে মোট ১০৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসের জন্য গঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির নির্দেশনায় ইনস্টিটিউটের ভর্তি কমিটির মাধ্যমে অনলাইন পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এই অনলাইন ভর্তি পরীক্ষার তদারকি করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভর্তি কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসের পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম, ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক ড. আরিফা সুলতানা, অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও অধ্যাপক ড. সোহেল আহমেদ।

এ বিষয়ে অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, স্নাতকোত্তর পর্যায়ের এ ভর্তি পরীক্ষা সম্পন্ন করার মধ্যদিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ধারণকৃত তথ্যের ব্যবহারের আরও সুযোগ তৈরী হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করল।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের বর্তমান মহুমূখী অগ্রযাত্রায় এ বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরী ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম কোন ইনস্টিটিউট হিসেবে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস অনলাইন প্ল্যার্টফর্মে স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে।