এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের নাম প্রকাশ (তালিকা)
প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে ২টি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
এদিকে, ভর্তির প্রাথমিক আবেদন শেষে যোগ্যপ্রার্থীদের প্রকাশ করা হয়েছে। মোট ৫ হাজার ৩২ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
যোগ্যপ্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, অনলাইনের মাধ্যমে গত ২০ জুন ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়ে চলে ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত। এরপর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ভর্তি পরীক্ষার নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ আগস্ট ঢাকাসহ তিনটি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন