আগস্টে হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৯:৪৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২১, ১০:৫৭ AM
করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী আগস্ট মাসে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিগগিরিই এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর।
তিনি বলেন, আমরা খুব শিগগিরই আলোচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করছি আগামী আগস্ট মাসে ভর্তি পরীক্ষা শুরু করা যাবে। পরীক্ষার আগে আমাদের কিছু আনুষাঙ্গিক কাজ শেষ করতে হবে। লকডাউন শেষ হলে এই কাজগুলো শেষ করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন: আরেকদফা পেছাচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা, ঈদের আগেই সিদ্ধান্ত
অধ্যাপক মুনাজ আহমেদ নূর আরও বলেন, আমরা এখনো প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশ করতে পারিনি। লকডাউন শেষ হলে সবার আগে প্রাথমিক সিলেকশনের ফল প্রকাশ করা হবে। এরপর চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। চূড়ান্ত আবেদন করার ৭-১০ দিনের মধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।