জাবির ভর্তির আবেদন ফি বিকাশেও দেয়া যাবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চলমান কঠোর লকডাউন সময়ে ঘরে বসেই বিকাশের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির আবেদন ফি দিতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর জন্য তাদের কোনো বাড়তি ফি পরিশোধ করতে হবে না। আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তির আবেদন প্রক্রিয়া: ভর্তির আবেদন করতে শিক্ষার্থীকে প্রথমেই জাবির ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের হোমপেজে ‘নতুন আবেদন’ এ ক্লিক করে উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমান-এর শিক্ষাবোর্ড, পাশের সাল, রোল নং দিতে হবে। পরের ধাপে ন্যূনতম যোগ্যতা যাচাই করে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে এবং প্রেরিত পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদন ফি দিয়ে এক বা একাধিক ইউনিটে আবেদন করা যাবে।

বিকাশে ফি পরিশোধ পদ্ধতি: ফি দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিটের পাশে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে ফির পরিমাণ এবং নিশ্চিতকরণ অপশন দেখতে পাবেন শিক্ষার্থী। ‘নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে বিকাশ পেমেন্ট গেটওয়ে পাবেন। বিকাশ আইকন সিলেক্ট করে ‘পেমেন্ট সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করতে হবে।

পরের স্ক্রিনে বিকাশ নম্বর টাইপ করতে হবে এবং শর্তাবলীতে সম্মতি দিয়ে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করতে হবে। এসএমএসে আসা ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড বা ওটিপি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

এরপর বিকাশ পিন দিলে পেমেন্ট সম্পন্ন হবে। পেমেন্ট সফল হওয়ার সঙ্গে সঙ্গে একটি কনফার্মেশন এসএমএস পাবেন আবেদনকারী। শিক্ষার্থী চাইলে ‘প্রোফাইল’ থেকে ‘পে স্লিপ’ এ ক্লিক করে পরিবেশবান্ধব ডিজিটাল রিসিপ্ট অর্থাৎ টাকা জমাদানের রশিদ ডাউনলোড করতে পারবেন, যা ভবিষ্যৎ প্রমাণের জন্য সহজেই সংরক্ষণ করা যাবে।

আবেদন ফি বিকাশ করা হয়ে গেলে শিক্ষার্থীরা জাবি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে লগ ইন করার পর নিজ নিজ প্রোফাইলে স্বাক্ষর ও ছবি আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, গত ২০ জুন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। বিকাশ ছাড়াও রকেট ও নগদ থেকেও ভর্তির আবেদন ফি পরিশোধ করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ