২৯ জুন ২০২১, ২১:০৯

ঈদের আগে নাও হতে পারে গুচ্ছ সিলেকশনের ফল

ভর্তি পরীক্ষার্থী   © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিন ইউনিটে ৩ লাখ ৬০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আসন্ন ঈদুল আজহার আগে প্রাথমিক সিলেকশনের ফল নাও প্রকাশ করা হতে  পারে।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় কেবলমাত্র বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) শিক্ষার্থীদের বাছাই করা হবে। অন্য দুই ইউনিটের সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশের জন্য টেকনিক্যাল সাব কমিটির মিটিং হওয়ার কথা থাললেও লকডাউনের কারণে সেটি সম্ভব হয়নি।

সূত্র আরও জানায়, জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা আবেদন করলেও বিজ্ঞানের অনেক শিক্ষার্থীর জিপিএ একই। একই বিষয়ভিত্তিক জিপিএর মাধ্যমে সিলেকশন করা হবে। শিক্ষার্থী বিষয়ভিত্তিক নম্বর শিক্ষাবোর্ড থেকে সংগ্রহ করতে হবে। লকডাউনের কারণে সেটি সংগ্রহ নিয়ে শঙ্কায় রয়েছে আয়োজক কমিটি। ফলে ঈদের আগে সিলেকশনের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

এ প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার (২৯ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব-কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রাথমিক সিলেকশনের ফল দ্রুত দেয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, লকডাউনের কারণে সবকিছুই থমকে আছে। শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বরগুলো আমাদের বোর্ড থেকে সংগ্রহ করতে হবে। এটি না করতে পারলে ফল প্রকাশ করা সম্ভব হবে না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত ফল দেয়ার।

প্রসঙ্গত, ৩ লাখ ৬০ হাজার প্রার্থীর মধ্যে বিজ্ঞানে আবেদন করেছেন এক লাখ ৯২ হাজার, বাণিজ্যে ৫৭ হাজার এবং মানবিক বিভাগে আবেদন করেছেন এক লাখ ৭ হাজার প্রার্থী।