২৫ জুন ২০২১, ১৮:৫৬
আজ মধ্যরাতে শেষ হচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির আবেদন
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ শুক্রবার (২৫ জুন) মধ্যরাত ১১টা ৫৯ মিনিটে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সন্ধ্যায় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সময় বাড়ানোর আর সুযোগ নেই। যথ সময়ে প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ।
এর আগে গত ১ এপ্রিল দুপুর ১২টায় অনলাইনে (www.gstadmission.ac.bd) প্রাথমিক আবেদন অবেদন শুরু হয়। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য— এই তিন বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা তিন ইউনিটে আবেদনের সুযোগ রয়েছে।