বুটেক্সের ভর্তি পরীক্ষা পেছাবে কিনা জানা যাবে মঙ্গলবার
করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই অবস্থায় আগামী ১৮ জুন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে কিনা সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিষয়টি ঠিক করতে আগামী মঙ্গলবার (৮ জুন) জরুরি বৈঠক ডেকেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
বুটেক্সের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়া, সীমান্তবর্তী বিভিন্ন জেলায় কঠোর লকডাউন দেয়া এবং দেশব্যাপী কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে মত দিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। তবে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পরীক্ষা আয়োজনের পক্ষেও অনেকে। এই অবস্থায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বুটেক্সের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবদুর রহিম রবিবার (৬ জুন) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ভর্তি পরীক্ষা পেছানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েই সামনে এগোচ্ছি।
লকডাউন বাড়ানোয় পরীক্ষা পেছানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৮ জুন আমাদের একটি মিটিং আছে। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এর বাইরে আপাতত কিছু বলতে চাচ্ছি না।
তথ্যমতে, গত ৫ এপ্রিল থেকে বুটেক্সে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১৫ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষায় ৬০০ আসনের বিপরীতে অংশ নেবেন ১৬ হাজার ৯৯২ জন প্রার্থী। এবার আসনপ্রতি ২৮ জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
গত ২৪ মে বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ওইদিন থেকেই প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পান পরীক্ষার্থীরা। আজ রবিবার প্রবেশপত্র ডাউনলোডের শেষ দিন ছিল।