রাবি ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে জানা যাবে দুয়েকদিনের মধ্যে

রাবি ভর্তি পরীক্ষা
রাবি ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পিছানো হবে কিনা দু-একদিনের মধ্যে জানা যাবে। রবিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক বাবুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

ড. বাবুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা বিষয়ে খুব শীগ্রই একটা সিদ্ধান্ত হবে। যেহেতু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে চলমান লকডাউন বাড়ছে এবং বিভিন্ন জরিপে জুনের শুরুর দিকে করোনা সংক্রমনের হার বৃদ্ধির আশংকা করা হচ্ছে, সেহেতু সব দিক বিবেচনা করেই ভর্তি পরীক্ষার বিষয় একটা সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানান এই পরিচালক।

এর আগে, নির্ধারণ তারিখের মধ্যে ভর্তি আবেদন সম্পন্ন হওয়ায় আগামী ১৪ হতে ১৬ জুন পরীক্ষার তারিখ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ