পুঁজিবাজারবিষয়ক মাস্টার্স কোর্স চালু করছে বিআইসিএম, আবেদন শেষ ৩০ মে
দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো পুঁজিবাজারবিষয়ক মাস্টার্স কোর্স চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই বছর মেয়াদি মাস্টার অব অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএ) নামক স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের প্রথম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (৯ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক (স্ট্যাডিজ) ওয়াজিদ হাসান শাহ।
কোর্সে ভর্তির যোগ্যতা
কোর্সে ভর্তির জন্য চার বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
জিএমএটিতে ন্যূনতম ৫০০ স্কোর অথবা জিআরইতে ন্যূনতম ৩০০ স্কোর থাকলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন হবে না।
এ ছাড়া সিএফএ সোসাইটি, আইসিএবি, আইসিএমএবি, এসিইএ, আইসিএমএ, সিপিএ, সিজিএ ইত্যাদি পেশাদার সংগঠনের সদস্য হলে বা পেশাদার ডিগ্রি থাকলে সরাসরি আলোচিত কোর্সে ভর্তি হওয়া যাবে।
আবেদন পদ্ধতি
কোর্সের প্রথম ব্যাচের ভর্তির জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করা যাবে। অনলাইন আবেদন লিংক www.bicm/payment.
আবেদনের শেষ সময়
৩০ মে ২০২১ পর্যন্ত
ভর্তি পরীক্ষার সময়
কোর্সটিতে ভর্তির জন্য আগামী ১১ জুন ২০২১ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খরচ
সম্পূর্ণ প্রোগ্রামটির জন্য শিক্ষার্থীদের ব্যয় হবে ৩ লাখ ১৫ হাজার টাকা। তবে কিছু ক্রেডিট অনেক শিক্ষার্থীর প্রয়োজন নাও হতে পারে। ক্রেডিট কম হলে ব্যয়ও কমবে। অন্যদিকে, মুজিব শতবর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রযোজ্য ফির ওপর ৫০ শতাংশ ছাড় পাবেন।
পাঠদান শুরু
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪ জুলাই পাঠদান শুরু হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন। বিআইসিএমের নিজস্ব শিক্ষকদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা এবং পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা ক্লাস নেবেন।