চবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময় শেষ হচ্ছে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটে।
বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় গত ২৮ এপ্রিল ভর্তির আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৩০ এপ্রিল ভর্তি পরীক্ষায় আবেদনের নির্ধারিত সময় ছিল।
গত ৫ এপ্রিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ১২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়।
কোন ইউনিটে কবে পরীক্ষা
স্বাস্থ্যবিধি মেনে সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ২২ ও ২৩ জুন, ‘ডি’ ইউনিটে ২৪ ও ২৫ জুন, ‘এ’ ইউনিটে ২৮ ও ২৯ জুন, ‘সি’ ইউনিটে ৩০ জুন এবং ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ১ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন পদ্ধতি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.cu.ac.bd/) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আরো পড়ুন
পেছাতে পারে চবির ভর্তি পরীক্ষাও
চবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন ও সময়সূচি