গুচ্ছতে আবেদনের সময় বাড়ল, কমল পয়েন্ট

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। দেশজুড়ে চলা লকডাউনের কারণে সময় বাড়িয়েছে আয়োজক কমিটি। লকডাউন শেষে পরবর্তী ১০ দিন অিাবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এছাড়া আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, গুচ্ছ ভর্তির আবেদন ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সেটি বাড়ানো হয়েছে।

আবেদনের যোগ্যতা কমানোর বিষয়ে তিনি বলেন, করোনার কারণে এ বছর আবেদনের সংখ্যা কমে গেছে। এ জন্য আমাদের আবেদনের যোগ্যতার পয়েন্ট কমিয়েছি। আগে মানবিকে ও বাণিজ্যে এসএসসি ও এইচএসসি মিলে মোট ৭ পয়েন্ট চাওয়া হলেও এ পয়েন্ট কমিয়ে ৬ করা হয়েছে। ফলে দুই পরীক্ষায় ৬ পয়েন্ট থাকলে তারা আবেদনের জন্য যোগ্য হবে। ৬ পয়েন্টধারীরা কবে থেকে আবেদন করতে পারবেন সেটা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত প্রায় ৩ লাখ ২৪ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।