০৩ এপ্রিল ২০২১, ১৬:০৯

গুচ্ছতে ৫০ ঘণ্টায় আবেদন পড়ল দেড় লাখ

পরীক্ষার্থী  © ফাইল ফটো

গত ১ এপ্রিল দুপুর ১২টায় ২০টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আবেদন শুরুর ৫০ ঘণ্টায় প্রায় দেড় লাখ আবেদন জমা পড়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি বলেন, শনিবার দুপুর ২টা পর্যন্ত ১ লাখ ৪১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আবেদন নিয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। কোনো অভিযোগ আসলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাচ্ছে।