ঢাবির ভর্তি পরীক্ষায় আগের ‘জিপিএ’ বহালের দাবিতে সমাবেশ

সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা
সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আগের ‘জিপিএ’ বহাল রাখার দাবিতে ঢাবির প্রসাশনিক ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার (৮ মার্চ) বেলা পৌনে ১২টায় অবস্থান নেন তারা। এর আগে সকাল সাড়ে ১১টায় মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এবার এইচএসসিতে অটোপাস দেয়ায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী পাস করেছে। রেজাল্ট প্রকাশের পরই ঢাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় আবেদনের জিপিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদ করে আসছি। উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। তখন উপাচার্য বলেছিলেন, ‘তোমাদের দাবি মানা হবে।’ কিন্তু তিনি কথা রাখলেন না। সে কারণেই আজ এই অবস্থান কর্মসূচি।

এরপর মিছিল নিয়ে তারা প্রসাশনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। দাবি না মানা পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেন এই শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ