দুই মাস পেছাল কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা  © ফাইল ফটো

গুচ্ছভুক্ত দেশের সরকারি সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়েছে। আগামী ৩১ জুলাই ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। যদিও এর আগে বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২৯ মে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানানো হয়েছিল।

মঙ্গলবার (২ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সিন্ডিকেট সভা মিলনায়তনে কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় ২৯ মের পরিবর্তে ৩১ জুলাই পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরকৃবি জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মজনু মিয়া। তিনি বলেন, সবার সাথে সমন্বয় করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা সম্পর্কে তিনি বলেন, এবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) জিপিএ-৮ রাখা হয়েছে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান ও বশেমুরকৃবির রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ