আবেদন ফি ৬৫০ টাকা, বাড়ছে না ঢাবির ভর্তি আসন

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার আসন সংখ্যায় কোন পরিবর্তন হবে না। আগের বছরগুলোতে যত আসনে শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছিল এবারও সেটি অনুসরণ করা হবে। এছাড়া এ বছর ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, এবছর ঢাকার বাইরেও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে। তাই খরচও পড়বে অনেক। শিক্ষার্থীদের কাছ থেকে আমরা মাত্র ৬৫০ টাকা নেব। বাকিটা বিশ্ববিদ্যালয়কে সাবসিডি দিতে হবে। আগামী বছর থেকে এটা বাজেটে অন্তর্ভুক্ত হলে ভর্তির আবেদন ফি আরও কমে যাবে। তখন পাঁচশ টাকারও কম হবে।

বিভিন্ন ইউনিটে আসন সংখ্যায় কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, আসন সংখ্যা আগেরটাই থাকবে। আসন সংখ্যার কোনো পরিবর্তন এবার হচ্ছে না।

গত ‘ক’ ইউনিটে ১৭৯৫টি, ‘খ’ ইউনিটে ২৩৬৩টি, ‘গ’ ইউনিটে ১২৫০টি এবং ‘ঘ’ ইউনিটে ১৫৬০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। আর চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট আসন ছিল ১৩৫টি। এছাড়া ‘ঘ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য ১০৯৭টি, মানবিক বিভাগের জন্য ৫৩টি, ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ৪১০টি আসন বরাদ্দ ছিল।

ভর্তি পরীক্ষায় এমসিকিউ ৬০ ও লিখিত ৪০

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরে

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র হবে। ঢাকার বাহিরে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। যদি সেখানে স্থান সংকুলন না হলে তার আশপাশে কেন্দ্র করা হবে।


সর্বশেষ সংবাদ