০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৮
গুচ্ছতে ‘সিলেকশন’ পদ্ধতি বাতিলের দাবিতে ভর্তিচ্ছুদের অনশন
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ‘সিলেকশন’ পদ্ধতি বাতিল এবং বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট রাখার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যলয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনশন কর্মসূচি করেন শিক্ষার্থীরা। পরে তারা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন।
কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন তারা। তবে সেই দাবি পূরণ না করে উল্টো ‘সিলেকশন’ পদ্ধতি চালু করা হয়েছে। ফলে অনেক মেধাবী এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হবে। তাই তারা অনশন কর্মসূচি পালন করছেন। আমাদের দাবি মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।