০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৫

বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার সিদ্ধান্ত প্রত্যাখ্যান, রিট করবে শিক্ষার্থীরা

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা   © ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রবিবার আদালতে রিট করার বিষয়েও জানানো হয়।

বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গুচ্ছ কমিটির বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা গুচ্ছের আওতাভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দিয়েছি। ভিসি মহোদয়রা আমাদের দাবিকে যৌক্তিক বলে মত দিয়েছেন। তবে গুচ্ছ কমিটি আজ তাদের আগের সিদ্ধান্তে বহাল বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

‘‘আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, বিভাগ পরিবর্তনকারী প্রায় ৩ লাখ শিক্ষার্থী তাদের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।’’

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, আমরা বিভাগ পরিবর্তন ইউনিট রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও গুচ্ছ কমিটিকেও চিঠি দিয়েছি। ইউজিসির সদস্য প্রফেসর আলমগীর হোসেনসহ তারা সবাই আলাদা ইউনিট রাখার বিষয়ে আমাদের আশ্বাস্ত করেছেন। কিন্তু আজকে গুচ্ছ কমিটি হঠাৎ করে তারা তাদের আগের সিদ্ধান্তেই বহাল আছে বলে জানিয়েছেন। বিষয়টি আমাদের শিক্ষার্থীদের জন্য চরম হতাশাজনক। আমরা তাদের এ সিদ্ধান্ত মানবো না, আমরা আদালতে যাবো।

বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মাহমুদ বলেন, দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি, স্মারকলিপি দিচ্ছি। সংশ্লিষ্ট সবাই মোটামুটি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা গুচ্ছ কমিটির আজকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু তারা আজ আমাদের হতাশ করেছেন। আমরা এ সিদ্ধান্ত মানি না। আমরা আগামীকাল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করবো।