০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৭

মেডিকেল-বুয়েটের পর তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ  © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর ফলে বুয়েটকে ছাড়াই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার প্রকৌশল ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল ও বুয়েটের পরই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ আজ বৃহস্পতিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুয়েট আসবে না বলে আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিক চিঠি এখনও পাইনি। সেক্ষেত্রে আমরা তিন বিশ্ববিদ্যালয় মিলে আলাদা পরীক্ষা নেব। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। বুয়েট আমাদের সঙ্গে এলে ভালো হতো। তারা সিনিয়র হিসেবে সামনে থাকতো, তবে তারা যে শর্ত দিয়েছিল তা মানা সম্ভব নয়।’

কবে ভর্তি পরীক্ষা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘মেডিকেল এবং বুয়েটের পরই আমরা ভর্তি পরীক্ষা নেব। মেডিকেলের তারিখ জানা গেলেও বুয়েটের তারিখ জানা যায়নি। তবে বুয়েটের কাছাকাছি সময়েই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।’ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। 

উচ্চশিক্ষা: চলতি মাসে বিইউপি দিয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ

এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বুয়েট আসবে না। তাদের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানতে পেরেছি। তবে ২০২০-২১ শিক্ষাবর্ষে তিন বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকৌশল ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, বুয়েটের সভায় এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেটি লিখিত আকারে জানানো হবে। বুয়েটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটিতে স্বাক্ষর করলে তা জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

জানা গেছে, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি শুরু হতে পারে আগামী এপ্রিলে। প্রায় সাড়ে ১০ হাজার আসনের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন বলেন, এপ্রিলে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে পরীক্ষা হবে।

অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী ২ এপ্রিল এমবিবিএসের পরীক্ষা এবং ৩০ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এরপরই বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর বুয়েটের পরীক্ষা হয়ে গেলে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে।