‘ডি’ ইউনিটের দাবিতে ইউজিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ

ইউজিসি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান
ইউজিসি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান  © টিডিসি ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিভাগ পরিবর্তন ও ‘ডি’ ইউনিট রাখার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিক্ষার্থীদের এ বিক্ষোভ চলমান রয়েছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলাসহ রাজধানীর বেশ কয়েকটি কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘এক বছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনকারী বিশেষ করে ‘ডি-ইউনিট’ ছিল। কিন্তু হঠাৎ করে এবার এই ইউনিট বাতিল করে দেওয়া হয়েছে। এতে আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আমরা এতদিন যে প্রস্তুতি নিয়ে এসেছি তা কোনো কাজে আসছে না।’

এসময় তারা দাবি জানিয়ে বলেন, আগের মতো বিভাগ পরিবর্তনকারী ইউনিট রেখে ভর্তি পরীক্ষা নিতে হবে। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত আমরা মানি না। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা।

বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের আহবায়ক মোহাম্মদ রাকিব বলেন, আমরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছি, শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছি। আমরা সত্যি দিশা পাচ্ছি না। দাবি আদায়ে আমরা আজ বাধ্য হয়েই ইউজিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমরা ইউজিসি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আমাদের দাবির বিষয়ে জানাবো।


সর্বশেষ সংবাদ