২২ ডিসেম্বর ২০২০, ১২:৫২

বিভাগ পরিবর্তনকারী ইউনিট বহাল চান বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা

বিভাগ পরিবর্তনকারী ইউনিটের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়ও বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবিতে মানববন্ধন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

খুলনা বিভাগের সকল বিভাগ পরিবর্তনকারী ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে দুই দফা দাবি তুলে ধরেন তারা। এরমধ্যে প্রথমটি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা নিয়ে আলাদা ইউনিটের মাধ্যমে ভর্তির সুযোগ করে দিতে হবে। অথবা বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষা মানবিকের সাথে নিয়ে ভর্তির সুযোগ দিতে হবে।

এসময় বক্তারা বলন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের ফলে বিভাগ পরিবর্তন করার আলাদা ইউনিট থাকছে না। এতে এতদিন চলে আসা নিয়মে পরীক্ষা হবে না। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের নিজ নিজ ইউনিটের পরীক্ষায় ভর্তিচ্ছুদের অংশ নিতে হবে। ফলে যারা একদিন বিভাগ পরিবর্তনের ইউনিটের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তারা বিপাকে পড়বেন। এরমধ্যে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যাই বেশি বলে তারা জানিয়েছে।

এসময় তারা বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মতো বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে এ পরীক্ষা নেওয়া হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ে ২০ নম্বর, রসায়নে ২০, জীববিজ্ঞান-গণিত এবং আইসিটি মিলে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। জীববিজ্ঞান, আইসিটি ও গণিতের মধ্যে যে কোনো দুইটি বিষয়ের উত্তর দিতে হবে। আর বাংলা ও ইংরেজি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

এছাড়া বাণিজ্য বিভাগের জন্য অ্যাকাউন্টিংয়ে ২৫ নম্বর, বিজনেস অর্গানাইজেশন ও ম্যানেজমেন্টে ২৫, আইসিটিতে ২৫, বাংলায় ১৩ এবং ইংরেজি বিষয়ে ১২ নম্বরের প্রশ্ন থাকবে। আর মানিবক বিভাগে বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ এবং আইসিটি বিষয়ে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। তবে কোনো লিখিত পরীক্ষা থাকছে না। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ১৯টি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া সাত। ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া সাড়ে ছয় এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ছয়।

যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে: ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।