২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৩
ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি আবেদন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে www.7college.du.ac.bd ওয়েবসাইট ব্যবহার করে ভর্তির আবেদন করা যাবে। ভর্তির আবেদন করা যাবে আগামী ২৯ আক্টোবর পর্যন্ত।
ঢাবির অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১৬ হাজার ৯০০, বাণিজ্যে আট হাজার ৭৮৫ এবং বিজ্ঞান ইউনিটে আট হাজার ৬০০টি আসন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।