চবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ কবে, যা জানা যাচ্ছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে চলতি মাসের শেষের দিকে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ এবং আগামী পরশু বিশ্ববিদ্যালয়ে দু’টি সভা আছে। তবে এতে ভর্তি পরীক্ষার বিষয়ে কোনো আলোচনা হবে না। চলতি মাসের শেষের দিকে ভর্তি কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।
একটি সূত্র জানায়, আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে ভর্তিসংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, চবির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনও আলোচনা হয়নি। সে কারণে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে কয়েকদিনের মধ্যে নীতি নির্ধারকদের সভা আছে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হতে পারে।
আরো পড়ুন: ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ভাঙছে তিন গুচ্ছ
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আট উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। তবে তিন গুচ্ছের ৩৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এতে একটি গুচ্ছ ইতিমধ্যে ভেঙে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাকি দু’টিও ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এবার শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হবে। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়তি অর্থ ব্যয় হবে তাদের।