১৯ নভেম্বর ২০২৪, ১১:০৯

ক্যাডেট কলেজে ভর্তির আবেদন ফি বিকাশে পরিশোধের সুযোগ

বর্তমানে দেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। প্রতিবছরের মতো এবারও ক্যাডেট কলেজগুলোর পরীক্ষার আবেদন ফি দেওয়া যাচ্ছে বিকাশে। ভর্তিচ্ছু শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েব ঠিকানায় গিয়ে অনলাইনে ভর্তির আবেদন করে বিকাশের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। 

আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করে ফি দিতে পারবেন শিক্ষার্থীরা। আবেদনকারীরা বিকাশ পেমেন্টের উপর শর্তসাপেক্ষে পেতে পারেন ৫০ টাকার ক্যাশব্যাক কুপন। 

যেভাবে জমা দেওয়া যাবে আবেদন ফি
আবেদন করতে ওয়েবসাইটের অ্যাডমিশন মেন্যুতে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ বা সাইন আপ’ বাটনে ক্লিক করতে হবে। পরে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল, ও জন্ম তারিখ দিয়ে সাইন আপ করতে হবে।

পরের ধাপে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘পেমেন্ট’ অপশন থেকে বিকাশ সিলেক্ট করে নির্ধারিত ফি (২,৫০০ টাকা) পেমেন্ট করতে হবে। সফলভাবে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীরা তাদের ফোনে এ সংক্রান্ত একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।

উল্লেখ্য, দেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ২০২৫ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন চলছে এখন।