কুয়েট বেরিয়ে যাওয়ায় থাকছে না প্রকৌশল গুচ্ছ, রুয়েট-চুয়েটে ভর্তির সিদ্ধান্ত কবে?

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়
প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গুচ্ছ থেকে বেরিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা গ্রহণের নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ইতিমধ্যে প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। ফলে তিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছ আর থাকছে না। ভর্তি পরীক্ষা বিষয়ে আগামী সপ্তাহের শেষের দিকে সিদ্ধান্ত জানাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

জানা গেছে, কুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহবান করেছে কর্তৃপক্ষ। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ১৬টি বিভাগে এক হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে বাকি দুই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

কুয়েট বেরিয়ে যাওয়ায় প্রকৌশল গুচ্ছ আর থাকছে না বলে জানিয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেব। আগামী ২৭ নভেম্বর এ সভা হবে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চুয়েটও। আগামী ২৬ নভেম্বরের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সোমবার বলেন, ‘২৬ নভেম্বর অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হতে পারে। সেদিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: ১৪ দিনে সোয়া দুই লাখ আবেদন, বেশি বিজ্ঞানে

কুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু হবে ৪ ডিসেম্বর। এ প্রক্রিয়া শেষ হবে ১৪ ডিসেম্বর (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিটে। টাকা জমা দেয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষা হবে ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। মুক্তহস্ত অংকন বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা করা হবে ২৬ জানুয়ারি। ভর্তি সংক্রান্ত তথ্য admission.kuet.ac.bd ওয়েবসাইটে ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ