কুয়েটে স্নাতকোত্তর ভর্তি: ৫৯০ আসনে ভর্তির আবেদন শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫ শিক্ষাবর্ষের জানুয়ারি সেমিস্টারে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনালাইনের মাধ্যমে সোমবার (১৮ নভেম্বর) শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে রোববার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবাইসটে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার ৫৯০ আসনে ভর্তি নেওয়া হবে বলে এতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে (এমএসসি ইঞ্জি./এমইউআরপি/এমএসসি/এমফিল ও পিএইচডি) এবং বিভিন্ন ইনস্টিটিউটে (আইআইসিটি, আইডিএম ও আইইপিটি) পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে (পিজিডি/এমএসসি ইঞ্জি./এমএসসি/এমডিএম)/এমএসসি-স্যানিটেশন ও পিএইচডি) শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং, লেদার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, গণিত, রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা:
আবেদনের যোগ্যতা সম্বলিত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (https://kuet.ac.bd/pgadmission) পাওয়া যাবে। আবেদনপত্রে অবশ্যই ২জন Referee এর নিকট হতে Recommendation Letter পাওয়ার জন্য তাঁদের নাম, ঠিকানা ও Email Address থাকতে হবে। এর মধ্যে একজন অবশ্যই প্রার্থীর সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হবেন। প্রার্থীকে আবেদনপত্রে স্টুডেন্ট টাইপের ঘরে পূর্ণকালীন বা খন্ডকালীন উল্লেখ করতে হবে।

বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে আসন সংখ্যা: সিই ৫০, ইইই ৫০, এমই ৫০, সিএসই ৫০, ইসিই ৩০, আইইএম ২০, ইএসই ২৫, বিএমই ২৫, ইউআরপি ২৫, এলই ১৫, টিই ২০, বিইসিএম ১০, এমএসই ১০, সিএইচই ১০, এমটিই ১০, গণিত, ৩৫, রসায়ন ৩৫, পদার্থ ৩৫, আইআইসিটি ৩০, আইডিএম ৩০ এবং আইইপিটি ২৫।

ভর্তি সংক্রান্ত সময়সূচী:
১. অনলাইনে আবেদন ফরম পূরণ ও Submission শুরু ১৮ নভেম্বর
২. অনলাইনে আবেদন ফরম পূরণ ও Submission শেষ ১ ডিসেম্বর বিকেল ৫টা
৩. ভর্তি পরীক্ষার তারিখ ও সময: ৯ ডিসেম্বর  (পরীক্ষার সময় পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে) 
৪. ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ১৫ ডিসেম্বর

শুধু পূর্ণকালীন শিক্ষার্থীরা নিয়মানুযায়ী ফেলোশীপ/টিচিং অ্যাসিস্ট্যান্টশীপ এর জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীকে ভর্তির পর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর কার্যালয় থেকে টিচিং অ্যাসিস্ট্যান্টশীপ ফরম সংগ্রহ করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ ৫০০ টাকা পরিশোধ করতে হবে। বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছ থেকে বের হলো কুয়েট, ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

অনলাইনে আবেদনের সময় নিম্নবর্ণিত কাগজপত্রসমূহেএকটি Zip File আকারে Submit/Upload করতে হবে এবং নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদনপত্রটি ডাকযোগে ১ ডিসেম্বর তারিখের মধ্যে অবশ্যই ‘রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বরাবর পাঠাতে হবে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় (পোস্ট গ্রাজুয়েট) জমা দেয়া যাবে।

(i) শিক্ষাগত যোগ্যতার সকল মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/গ্রেডশীট এর Scan কপি।
(ii) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/প্রভিশনাল সার্টিফিকেট এর Scan কপি।

উপরোক্ত কাগজপত্রসমূহ Zip File আকারে ১ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে Submit করতে ব্যর্থ হলে আবেদনপত্র অসম্পূর্ণ বলে গণ্য হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ এবং আবেদনপত্রের তথ্যাদি ভুল প্রমাণিত হলে, আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল কাগজপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। এজন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ (https://kuet.ac.bd/pgadmission) বিস্তারিত পাওয়া যাবে এবং Online Form পূরণ এবং Payment এর ক্ষেত্রে কোনো সমস্যা হলে মো. মেহেদী হাসান (e-mail : mehadi@kuet.ac.bd) এবং ফারজানা আক্তার তানিয়া (e- mail: farjana.tania@kuet.ac.bd) এর সঙ্গে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।


সর্বশেষ সংবাদ