১২ নভেম্বর ২০২৪, ১৯:৪২

এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন ২০০ নম্বরে, অনিয়মিতদের কাটা যাবে ৩ নম্বর

মেডিকেলের ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

চলতি বছরের দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মূল্যায়ন ৩০০ নয়, হবে ২০০ নম্বরে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৫ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে, এবার পরীক্ষায় ৩ নম্বর কাটা হবে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে ভর্তি পরীক্ষায় এই পরিবর্তন আনার কথা জানান।

অধ্যাপক নাজমুল বলেন, এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে। পরীক্ষার্থীদের আগের মতই এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এর সঙ্গে এসএসসি ও এইচএসচি বা সমমানের পরীক্ষা থেকে ৫০ করে আরও ১০০ নম্বর নিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

এতদিন এইচএসসির ১২৫, এসএসসির ৭৫ নম্বরের সঙ্গে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা-এই ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হত।

এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক অধ্যাপক নাজমুল বলেন, জুলাই বিপ্লবের সময় এইচএসসির বেশকিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে কেমিস্ট্রি, বায়োলজিসহ কয়েকটি বিষয় রয়েছে। মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এবার যেহেতু পরীক্ষা হয়নি, এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, সেজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েজেস একটু কমিয়ে দেওয়া হবে। তাই ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে। এমসিকিউ ঠিক থাকবে। কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি, তাই ওই বিষয়গুলোর তুলনামূলক গুরুত্ব আমরা কিছুটা কমিয়েছি।

অধ্যাপক নাজমুল বলেন, মেডিকেলে ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে।

বিষয়টির বাখ্যা দিয়ে তিনি বলেন, ২০২১ সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু কোনো কারণে সে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, ২০২৪ সালে দিয়েছে। আমরা তাদের অ্যালাউ করছি। এর জন্য কোনো নম্বর কাটা যাবে না।

অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৫ নম্বর কর্তনের বিষয়টিতে পরিবর্তন করা হয়েছে, এবার পরীক্ষায় ৩ নম্বর কাটা হবে।

পরীক্ষার সময় আগের মতোই এক ঘণ্টা। সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি, নম্বর বিন্যাস আগের মতই থাকছে বলে অধ্যাপক মো. নাজমুল হোসেন জানিয়েছেন।

আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি।

জানা গেছে, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ কয়েকটি কারণে ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য আগামী ১৭ জানুয়ারি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয়েছিল।