ঢাবিতে ভর্তি আবেদন: রবি ও এয়ারটেলের এসএমএস পাচ্ছে না কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি প্রতিক্রিয়ায় মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল থেকে এসএমএস পাচ্ছে না কর্তৃপক্ষ। এ জন্য অন্য অপারেটরের নম্বর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এ জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছে অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রবি বা এয়ারটেল গ্রাহকদের এসএমএস কারিগরি সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌছাচ্ছে না। এজন্য আমরা দুঃখিত। সমস্যাটি সাময়িক; সমাধান হয়ে গেলে পুনরায় রবি বা এয়ারটেল ব্যবহার করা যাবে। আপাতত অন্য অপারেটর থেকে এসএমএস করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
গত সোমবার থেকে এ ভর্তি আবেদন শুরু হয়েছে। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা।
আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি
ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।