১০ নভেম্বর ২০২৪, ১১:৫৭

একক ভর্তি পরীক্ষা নিতে পারে কুয়েট, ভেঙে যাচ্ছে প্রকৌশল গুচ্ছ?

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ  © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ আর থাকছে না বলে গুঞ্জন উঠেছে। ইতোমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আলাদাভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা করেছে বলে জানা গেছে। আর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চলতি সপ্তাহেই ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে প্রাথমিক আলোচনা করেছে। তবে বিষয়টি সিন্ডিকেটের সভায় চূড়ান্ত হবে। সে কারণে এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। 

এ তথ্য নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা। তিনি রোববার (১০ নভেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একক ভর্তি পরীক্ষার বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।

জানা গেছে, কুয়েট একক ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিলে প্রকৌশল গুচ্ছ থাকবে না। তখন তিন বিশ্ববিদ্যালয়ের আলাদা ভর্তি পরীক্ষা হবে। গুচ্ছের আরেক প্রতিষ্ঠান হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। 

এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা রয়েছে আগামী বুধবার। সেখান থেকে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সভা ডাকার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হতে পারে।

আরো পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ?

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ নভেম্বর এ সভা আহবান করা হয়েছে।

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে প্রশাসন। জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। আবেদন শুরু হবে ১০ নভেম্বর। শেষ হবে আগামী ১ ডিসেম্বর।