চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। রাজশাহী ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে আরেক শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় ভর্তিসংশ্লিষ্ট একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, চবির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনও আলোচনা হয়নি। সে কারণে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আগামী ১০-১২ দিনের মধ্যে নীতি নির্ধারকদের একটি মিটিং আছে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হতে পারে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হতে পারে।
আরো পড়ুন: ঢাবি-রাবিসহ চার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, বাকিগুলোর কবে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ নভেম্বর এ সভা আহবান করা হয়েছে।
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। আবেদন শুরু হবে ১০ নভেম্বর এবং শেষ হবে ১ ডিসেম্বর।