জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য একাধিক বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করেছে। সে ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ নভেম্বর এ সভা আহবান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে যা জানা যাচ্ছে
আর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
এ ছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বুয়েটের ভর্তি পরীক্ষার বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।