কৃষি গুচ্ছের পর ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৫ম মনোনয়ন
২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শূন্য আসনে ভর্তির জন্য আরও একটি বিষয় ও বিশ্ববিদ্যালয় মনোনয়ন দেওয়া হবে। ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর দেওয়া হবে এ মনোনয়ন। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোর শূন্য আসনের তালিকা নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নঈম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার (৭ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগেই সিদ্ধান্ত ছিল কৃষি গুচ্ছের ভর্তির পর ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের শেষ মনোনয়ন দেওয়া হবে। কারণ অনেক শিক্ষার্থী কৃষি বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি হবে। এরপর ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তি নেওয়া হবে।
জানা গেছে, কৃষি গুচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। এ গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হলে ২৪ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন বাড়তে পারে। এ কারণে দুই গুচ্ছ সমন্বয় করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে যা জানা যাচ্ছে
২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা বা হওয়া সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য পদত্যাগ করার পর নতুন কাউকে গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়নি। তবে শিগগিরই সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে কয়েকজন উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।